Return policy

পন্য রিটার্নের নিয়মঃ

আমরা দুই ধরনের পন্য রিটার্ন নিই। প্রথমত , ডেলিভারী ম্যানের সামনে পন্য চেক করে কোনো সমস্যা মনে হলে, তাৎক্ষনিক পন্য রিটার্ন ব্যবস্থা রয়েছে আমাদের। এক্ষেত্রে গ্রাহককে কোনো রকম বারতি চার্জ দিতে হবে না।

দ্বিতীয়ত, পন্য রিসিভের পর পন্য ইন্টেক থাকা অবস্থাতেই কোনো গ্রাহক যদি পন্য রিটার্ন করতে চায়, তবে আমরা পন্য রিটার্ন নেওয়া হবে । তবে এক্ষেত্রে গ্রাহককে তার নিজ দায়িত্বে কুরিয়ার করতে হবে। ডেলিভারী এবং প্যাকেজিং বাবদ একটা নির্দিষ্ট চার্জ যুক্ত হবে। কুরিয়ার করার পর কুরিয়ার স্লিপ দেখানোর সাথে আমরা গ্রাহকের টাকা গ্রাহকের কাছে ফেরত পাঠানোর পদক্ষেপ নিব।

কমপক্ষে একটি পন্য অনুপস্থিত আছে -  এমন পার্সেল রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে অথবা গ্রাহক চাইলে , অনুপস্থিত থাকা পন্য বাদ দিয়ে, বাকী পন্যের টাকা পরিশোধ করা সাপেক্ষে পার্সেল রিসিভ করতে পারবেন।

সহযোগিতার জন্য এই নাম্বারে 01600-779055 যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ, ভিভিড বিউটিফাই টীম vividbeautify.com