Shipping Policy
আমাদের ওয়েবসাইট থেকে, আপনার অর্ডারের ২৪ ঘণ্টার মাঝে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি ফোন দিয়ে কনফার্ম করবেন। ফোনে কনফার্ম হওয়ার ২৪-৪৮ ঘন্টার মাঝে আপনি আপনার অর্ডারটি হাতে পেয়ে যাবেন।

৪৮-৭২ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারী দিচ্ছি। পন্য অর্ডারের সময় আমরা কোনো অগ্রীম চার্জ গ্রহন করি না। এমনকি কুরিয়ার চার্জও আমরা অগ্রীম নিচ্ছি না।

তাছাড়া আমাদের রয়েছে তাৎক্ষনিক রিটার্ন পলিসি। ডেলিভারী ম্যান থাকা অবস্থায় আপনি ডেলিভারী ম্যানের সামনেই পন্য খুলে চেক করে রিসিভ করবেন। ডেলিভারী ম্যান আপনার জন্য অপেক্ষা করবে। তবে অবশ্যই ডেলিভারী ম্যানের সামনে চেক করতে হবে। চেক করার পর আপনার সন্দেহ হলে আমাদের জানাবেন এবং প্রয়োজনে ডেলিভারী ম্যানের কাছেই রিটার্ন করে দিবেন। এর জন্য আপনাকে ডেলিভারী চার্জ দিতে হবে না

✅ ছোট পার্সেলের ক্ষেত্রেঃ

আমরা সারাদেশে হোম ডেলিভারী দিচ্ছি সাশ্রয়ী চার্জে। ছোট পার্সেলের ক্ষেত্রে আমাদের ডেলিভারী চার্জ সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত - 

- ঢাকার ভিতরে ৮০ টাকা
- ঢাকার বাইরে দেশের যেকোনো প্রান্তে ১৩০ টাকা
- শুধু মাত্র গাজীপুরে চার্জ ৬০ টাকা


✅ বড় পার্সেলের ক্ষেত্রেঃ

ওজন অনুযায়ী আমাদের ডেলিভারী ভিন্ন হতে পারে। ঢাকার ভিতরে আমাদের চার্জ ১ম কেজি ৮০ টাকা এবং পরবর্তীতে কেজি প্রতি ২০ টাকা হারে যোগ হবে। অর্থ্যাৎ ৩ কেজি ওজনের একটা পার্সেলের চার্জ হবে ৮০+২০+২০=১২০ টাকা । একই ভাবে ঢাকার বাইরে আমাদের হোম ডেলিভারী চার্জ ১৩০ টাকা এবং পরবর্তী কেজি প্রতি ৩০ টাকা হারে বাড়বে।